নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৪, ২০২০
০৮:২৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৮:২৯ পূর্বাহ্ন
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই ব্যক্তির নাম আব্দুল জব্বার (৪৫)। তার বাড়ি মোলভীবাজরের বড়লেখায়। আজ বৃহস্পতিবার বিকেলে সে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়।
এনসি/বিএ-২৯