সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৪, ২০২০
০৮:১১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৮:১১ পূর্বাহ্ন
করোনা সৃষ্ট পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নিম্ন বিত্ত থেকে মধ্যবিত্ত পর্যন্ত। বিশেষ করে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ দু’চোখে অন্ধকার দেখছেন। অনেকে ত্রাণ পাচ্ছেন আবার কেউ কেউ লোক লজ্জার ভয়ে হাত পাততেও পারছেন না। এ রকম মানুষের পাশে নীরবে দাঁড়িয়েছেন রাজনীতিবিদ ও বারাকা ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। তার ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৩ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
করোনা সংকট শুরুর পর থেকেই সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা এবং পৌরসভার এলাকার হতদরিদ্র মানুষের জন্য কাজ শুরু করেন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে লড়াই করা ফয়সল আহমদ চৌধুরী। নির্বাচনে জয়লাভ না করলেও তিনি ভুলেননি এই দুই উপজেলার মানুষকে।
জানা গেছে, এই দুটি উপজেলার ও পৌরসভার হতদরিদ্র, কর্মহীন তিন হাজার পরিবারের মাঝে অনেকটা গোপনে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তিনি।
নাম প্রকাশ না করে এলাকার ষাটোর্ধ্ব এক শ্রমজীবী নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘করোনা সংকটের কারণে কাজ নেই। সঞ্চিত সামান্য অর্থ আর ঘরের খাবারও ফুরিয়ে গেছে। সামনে রমজান মাস। সব মিলিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। সারা জীবন পরিশ্রম করেছি, কারও কাছে হাত পাততেও সংকোচবোধ হচ্ছিল। এরকমসময় ফয়সল আহমদ চৌধুরী পাশে এসে দাড়িয়েছেন। তিনি খাদ্যসামগ্রী দিলেও সেটা গোপনে দিয়েছেন। এতে আমার বড় উপকার হয়েছে।’
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গোলাপগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের হাতে ফয়সল চৌধুরীর প্রদত্ত খাদ্য সামগ্রীর প্যাকেট হস্তান্তর করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নোমান উদ্দিন মুরাদ।
ফুলবাড়ী ইউনিয়নের হতদরিদ্র কর্মহীনদের মাঝে বিতরণের জন্য খাদ্য সামগ্রী গ্রহণ করেন ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সল, ইউনিয়ন বিএনপির সভাপতি শাইস্তা মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
গোলাপগঞ্জ পৌরসভার হতদরিদ্র কর্মহীনদের মাঝে বিতরণের জন্য খাদ্য সামগ্রী গ্রহণ করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মহিউস সুন্নাহ চৌধুরী নার্গিস, পৌর বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মুশিকুর রহমান মাহি, আলেকুজ্জামান আলেক, নজরুল ইসলাম।
সদর ইউনিয়নের হতদরিদ্র কর্মহীনদের মাঝে বিতরণের জন্য খাদ্য সামগ্রী গ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য জামাল আহমদ, ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আহমদ চৌধুরী।
আমুড়া ইউনিয়নে হতদরিদ্র কর্মহীনদের মাঝে বিতরণের জন্য খাদ্য সামগ্রী গ্রহণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল আহমদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ হাসান মাহমুদ বাবু, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব।
ঢাকা দক্ষিণ ইউনিয়নের হতদরিদ্র কর্মহীনদের মাঝে বিতরণের জন্য খাদ্য সামগ্রী গ্রহণ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক সলমান আহমদ, যুবদল নেতা শাহজাহান আহমদ।
বাঘা ইউনিয়নের হতদরিদ্র কর্মহীনদের মাঝে বিতরণের জন্য খাদ্য সামগ্রী গ্রহণ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক আল মাহমুদসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এসব খাদ্য সামগ্রী হতদরিদ্র কর্মহীনদের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন।
নিজের এমন উদ্যোগ প্রসঙ্গে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘করোনা দুর্যোগ ভয়াবহ আকার ধারণ করেছে। দরিদ্র ও শ্রমজীবী মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। কেউ কেউ ত্রাণ পাচ্ছেন। আবার কেউ কেউ লজ্জায় ত্রাণের জন্য যাচ্ছেন না। এ পরিস্থিতিতে বিবেকের তাড়নায় আমি এই উদ্যোগ নিয়েছি। প্রচারণা নয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।’