জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ত্রাণসামগ্রী বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৪, ২০২০
০৭:০৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৭:০৭ পূর্বাহ্ন



জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ত্রাণসামগ্রী বিতরণ

করোনাভাইরাস পরিস্থিতিতে সিলেটের জকিগঞ্জে লকডাউনে থাকা অসহায় মানুষের মধ্যে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের প্রায় ২ হাজার মানুষের কাছে এ ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে দুপুরের দিকে জকিগঞ্জ শহরের এম এ হক চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। এতে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র প্রতিনিধি সাংবাদিক জুনেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির অনুভূতি প্রকাশ করেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।

এছাড়া অতিথি হিসেবে অনুভূতি প্রকাশ করেন, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র সাবেক নির্বাচন কমিশনার ও জকিগঞ্জ আই টিভির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ও জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ জি বাবর, বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক কেফায়াত কিবরিয়া, আওয়ামী লীগ নেতা মাওলানা আফতাব আহমদ, আব্দুর রহমান, আব্দুস সবুর তাপাদার প্রমুখ।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে অতিথিরা বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে আমাদের প্রবাসীরাও কঠিন সময় পার করছেন। বাংলাদেশি তথা জকিগঞ্জের অনেক লোকজন ব্রিটেনসহ বিভিন্ন দেশে আক্রান্ত হয়ে পড়েছেন। এরপরও নাড়ির টানে কঠিন পরিস্থিতিতে তারা এলাকার মানুষের মধ্যে ত্রাণ বিতরণের যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা অবশ্যই প্রশংসনীয়। প্রবাসীরা যতই বিপদে থাকুক, দেশ তথা এলাকার মানুষের দুঃখ-কষ্টে এগিয়ে আসেন। অতীতেও এলাকার দুর্যোগে এগিয়ে এসেছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। আগামীদিনেও এলাকার মানুষের যেকোনো বিপদে প্রবাসীরা পাশে থাকবেন।

 

ওএফ/আরআর