জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জকিগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৪, ২০২০
০৬:৩৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৬:৩৯ পূর্বাহ্ন



জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিলেটের জকিগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার (২২ এপ্রিল) রাতে জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসেরের নির্দেশনায় এএসআই মখলিছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সুপ্রাকান্দি এলাকায় অভিযান চালিয়ে জি আর ৩৫১/১৩ এর ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি সুপ্রাকান্দি গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে আহমেদ আলীকে (৪৮) গ্রেপ্তার করেন।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে পুলিশ সকল ক্ষেত্রেই কাজ করে যাচ্ছে। জনসচেতনা সৃষ্টির পাশাপাশি মামলার পলাতক আসামি ও মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চলমান রয়েছে। ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি আহমেদ আলীকে কারাগারে পাঠানো হয়েছে।

 

ওএফ/আরআর