গোয়াইনঘাট প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২০
০৫:৫০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৫:৫০ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় তিনি উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারগুলো মনিটরিং করেন।
এ সময় চাল, ডাল, পেঁয়াজ, রসুন ও তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলায় দোকানদারদের বিভিন্ন অঙ্কের জরিমানা করেন তিনি।
উপজেলা সদর ও গুরকচি বাজারসহ বিভিন্ন বাজার মনিটরিং করে বিভিন্ন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।
এ ব্যাপারে ইউএনও নাজমুস সাকিব জানান, দেশে কোনো ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকট নেই। সব ধরণের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে।
কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী করোনাভাইরাসের অজুহাতে বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি করেছেন। ব্যবসায়ীদের এই অসাধু চক্রটি পণ্য সংকটের অজুহাত দিয়ে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আদা, রসুনসহ সব ধরণের পণ্যের মূল্যবৃদ্ধি করেছেন- এমন তথ্য পাওয়ার পর সঙ্গে সঙ্গে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৪টি মামলায় বিভিন্ন অঙ্কের জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে সকল দোকানে পণ্যসামগ্রীর মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক বলে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেতা ও বিক্রেতাকে ক্রয়-বিক্রয়ে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযানে গোয়াইনঘাট উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মো. রমজান আলী, গোয়াইনঘাট থানার এসআই সুফিয়ান আহমদসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
এমএম/আরআর