গোলাপগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২০
০৪:৫১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৪:৫১ পূর্বাহ্ন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গৃহবন্দি সিলেটের গোলাপগঞ্জের অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী।
প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ফুলবড়ি ইউনিয়নের নিজতপা লক্ষিপাশা ইউনিয়নের হুতারচকের শতাধিক পরিবার ও হেতিমগঞ্জের কর্মহীন অর্ধশতাধিক লেগুনা শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।
বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশাইদ আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, শ্রমিকলীগ নেতা আনসার আলী, আওয়ামী লীগ নেতা অরুণ দে, উপজেলা যুবলীগ নেতা মো. আব্দুল্লাহ প্রমুখ।
এফএম/আরআর