ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২০
০৪:১৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৪:১৫ পূর্বাহ্ন
দৈনিক সিলেট মিরর এর অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশের পর ত্রাণ পেল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরে বসবাসরত বেদে পরিবারগুলো।
গতকাল বুধবার (২২ এপ্রিল) ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা স্থানীয় ইউপি সদস্য রজত দে-কে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে প্রত্যেক পরিবারের হাতে ১০ কেজি করে চাল তুলে দেন।
এর আগে গত সোমবার সিলেট মিররে একটি সংবাদ প্রকাশ হয় 'অনাহারে দিন কাটছে ফেঞ্চুগঞ্জের বেদে পরিবারের' শিরোনামে। এই সংবাদ দেখে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান গতকাল সেখানে গিয়ে বেদে পরিবারগুলোর হাতে চাল তুলে দেন।
ত্রাণ পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বেদে পরিবারগুলো।
এসএ/আরআর