সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৪, ২০২০
০৪:০৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৪:০৫ পূর্বাহ্ন
করোনার এই ক্রান্তিকালে নয়াসড়ক এলাকার ১৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করেছে ক্রীড়া ও সামাজিক সংগঠন নয়াসড়ক ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার দুপুরে নগরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সামাজিক দূরত্ব বজায় ও উপহার গ্রহণকারীর পরিচয় গোপন রাখতে সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল ও সাধারন সম্পাদক রাইসুল ইসলাম সনির উপস্থিতিতে সংস্থার সদস্যরা প্রত্যেকের বাসায় বাসায় খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দেন।
এসময় সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল বলেন, দেশের এই কঠিন সময়ে আমাদের সবাইকে যার যার সাধ্য অনুযায়ী গরীব ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা উচিত। নয়াসড়ক ক্রীড়া সংস্থা অতীতেও যেকোনো বিপদ-আপদে সব সময়ই সাধ্য অনুযায়ী এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই সামান্য আয়োজন। আগামী রমজান মাস ও ঈদেও সংস্থার উদ্যোগে এধরনের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।
বিএ-২১