সিলেটের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম দিলো এনআরবিসি ব্যাংক

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৪, ২০২০
০৩:৪৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৪:৫৭ পূর্বাহ্ন



সিলেটের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম দিলো এনআরবিসি ব্যাংক

এনআরবিসি ব্যাংক সিলেটের উদ্যোগে সিলেটের স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করা হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এবং গোয়াইনঘাট,জৈন্তাপুর, ছাতক, কোম্পানীগঞ্জ, ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বাস্থ্যকর্মীদের জন্যও সেগুলো বিতরণ করা হয়।

এনআরবিসি ব্যাংক সূত্রে জানা যায়, সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০টি পিপিই, ৫০টি ফ্রি শ্যাল্ড, ২০টি করে সার্জিক্যাল মাস্ক ও এন ৯৫ মাস্ক এবং ১টি থার্মোমিটার দেওয়া হয়েছে। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান এগুলো গ্রহণ করেন। 

এছাড়া সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার স্বাস্থ্যকর্মীদের জন্য ৩০টি করে ৬০টি পিপিই, ৬০টি সার্জিক্যাল মাস্ক ও ২টি থার্মোমিটার দিয়েছে এনআরবিসি ব্যাংক। এছাড়াও ছাতক, কোম্পানীগঞ্জ, ফেঞ্চুগঞ্জ উপজেলায়ও বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায়ও এ কার্যক্রম পরিচালিত হবে।

এসময় উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের সিলেট জোনের রিজিওনাল ম্যানেজার এম এ মুবিন, উপশহর শাখা প্রধান ইবনে আলী মো. নাজমুল কিবরিয়া, সিলেট শাখার অপারেশন ম্যানেজার মো. আবুল খায়ের এবং সিলেট শাখার কর্মকর্তা সৈয়দ মোদাব্বের আলী।    

 

আরসি-০২/