বিভিন্ন দাবিতে সিলেট কমিউনিস্ট পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৪, ২০২০
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০২:৫৮ পূর্বাহ্ন



বিভিন্ন দাবিতে সিলেট কমিউনিস্ট পার্টির মানববন্ধন

ত্রাণ চুরি, দুর্নীতি, লুটপাটের প্রতিবাদে ও কৃষকের নিকট থেকে সরাসরি ২০ লক্ষ মেট্রিক টন ধান ক্রয় শুরু করার দাবিতে এবং করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের নানাবিধ ব্যর্থতার প্রতিবাদে সামাজিক দুরত্ব বজায় রেখে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১২ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন বলেন, দেশ আজ মহাসংকটে কিন্তু এই সংকটের সময় আমরা দেখছি ত্রান নিয়ে লুটপাট হচ্ছে। আমরা এই লুটপাটের সাথে জড়িতদের দ্রæত গ্রেফতারের দাবি জানাই। অবিলম্বে সারাদেশের সকল স্বাস্থকর্মীর পযার্প্ত নিশ্চিত করত হবে। তার সঙ্গে সাধারণ জনগণের ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

এসময় তিনি আরও বলেন, আমরা আরও দাবি জানাই অবিলম্বে সরকার যেন ২০ লক্ষ মেট্রিকটন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করে। সেই সঙ্গে দেশের এই সংকটকালীন সময়ে সবাইকে নিয়ে সর্বদলীয় একটি কমিটি করারও দাবি জানাচ্ছি।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, যুব ইউনিয়ন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক শাহজালাল সুমন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি, সাধারণ সম্পাদক নাবিল এইচ, কোষাধ্যক্ষ তন্ময় পাল ছাত্রনেতা প্রদ্যুত লিটন, মৌহাইমিনুল ইসলাম মাহিন, শ্রাবণ দাস প্রমুখ।

এনএইচ-০১/ বিএ-১৭