স্টোরকিপার আক্রান্ত, নমুনা পরীক্ষা হচ্ছে শামসুদ্দিনের ২০ স্বাস্থ্যকর্মীর

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৪, ২০২০
০১:২৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০১:২৯ পূর্বাহ্ন



স্টোরকিপার আক্রান্ত, নমুনা পরীক্ষা হচ্ছে শামসুদ্দিনের ২০ স্বাস্থ্যকর্মীর
সেবাদান চলছে সামাজিক দূরত্ব মেনে

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের স্টোর কিপার। এ ঘটনায় তার সংস্পর্শে আসা হাসপাতালের অন্তত ২০ স্বাস্থ্যকর্মীকে চিহ্নিত করা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। 

বিষয়টি সিলেট মিররকে আজ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, গতকাল ওসমানী মেডিকেল কলেজে পরীক্ষায় আমাদের হাসপাতালের স্টোরকিপারের ফলাফলে করোনা পজেটিভ এসেছে। যেহেতু তিনি হাসপাতালে কর্মরত ছিলেন তাই আমরা আক্রান্তের সংস্পর্শে থাকাদের একটি তালিকা করছি। এখন পর্যন্ত ২০ জনের তালিকা করা হয়েছে। তাদের নমুনাও সংগ্রহ করা হচ্ছে।

তালিকার সবাইকে কোয়ারেন্টিন পাঠানো হবে কি না জিজ্ঞেস করলে তিনি জানান, ‘আমি নিজেও তার সংস্পর্শে ছিলাম। কিন্তু পরিস্থিতি বিবেচনায় এখনই আমরা সবাই কোয়ারেন্টিনে যাচ্ছি না। তবে ইতিমধ্যে আমরা হাসপাতালে সামাজিক দূরত্ব মেনে চলে কাজ করছি।’

 

এনএইচ-০১ /এএফ-১৩