গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

গোলাপগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৪, ২০২০
১২:২৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
১২:২৭ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

গোলাপগঞ্জ উপজেলার রানাপিংয়ের ঘোগা পীরবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মূহূর্তের মধ্যেই মালামালসহ ঘর পুড়ে ছাই হয়ে যায়। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষিত হয়েছে। কেউ পরিকল্পিতভাবে ঘরে আগুণ লাগিয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাড়ির বাসিন্দারা। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে বাড়ির বাইরের ঘরে (টঙ্গি ঘরে) আগুন দেখতে পান লোকজন। তাদের ডাকে স্থানীয় লোকজন ছুটে আসেন। কিন্তু আগুন মূহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখা আরও উপরে উঠতে থাকে। পরে স্থানীয়রা বাইরের ঘর বাদ দিয়ে ভেতরের ঘরে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করতে থাকেন। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ও সিলেট ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়রা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে, তারা একবার পানি দিয়ে আবার পানি আনার আগেই কক্ষগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির বাসিন্দা খন্দকার ফরিদুজ্জামান জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে কোনো কিছুই সরানো যায়নি। পাশেই শাহ ইসরাইল আলী (রহ.) এর মাজার। মাজারের ওরসের সকল সরঞ্জাম এই ঘরগুলোতে ছিল এবং মাজারের খানকা হিসেবে ব্যবহৃত হতো। তিনি জানান, এত দ্রুত আগুন ছড়িয়ে পড়া সন্দেহজনক। কেউ পরিকল্পিতভাবে বাড়িতে আগুন দিয়েছে বলেই মনে হচ্ছে। তাছাড়া পুড়ে যাওয়া ঘরের পাশেই জ্বালানি কাঠের ঘরের সামনে আগুন ধরানোর চেষ্টার প্রমাণ পাওয়া গেছে। সেখানে কাঠগুলো শুকনো না হওয়ায় আগুন ধরেনি। পরে বড় ঘরে আগুন দিয়েছে। আগুনে তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে তিনি এসআই রোকনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থলে প্রেরণ করেন এবং দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস স্টেশনকে জানান। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

এনপি-০৬/বিএ-০৯