সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৪, ২০২০
১২:০৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
১২:২০ পূর্বাহ্ন
- ফাইল ছবি
করোনা পরিস্থিতিতে আটকে পড়া ১৫৬ ব্রিটিশ নাগরিক সিলেট ছেড়েছেন। আজ বিকেলেই তারা ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাজ্যে ফিরবেন। এ নিয়ে দুই দফায় সিলেট ছাড়লেন ৪২০ ব্রিটিশ নাগরিক।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি জানান, যুক্তরাজ্যের ১৫৬ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। আজ সকালে উড়োজাহাজটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারের একটি ফ্লাইটে বিকালে তারা যুক্তরাজ্যে ফিরবেন।
আটকে পড়া যুক্তরাজ্যের বাকি নাগরিকদের নিয়ে পরবর্তীতে ২৫ এবং ২৬ এপ্রিল আরও দুটি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে।
প্রসঙ্গত, সিলেট থেকে এর আগে গত ২১ এপ্রিল প্রথম দফায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট ছাড়েন ২৬৪ জন যাত্রী। এ নিয়ে দুই দফায় সিলেট ছাড়লেন ৪২০ ব্রিটিশ নাগরিক।
এএফ/০৯
এ সংক্রান্ত পূর্বের সংবাদ পড়ুন-