উৎকণ্ঠায় সিলেটের ৭৫ হাজার এইচএসসি পরীক্ষার্থী

নাবিল চৌধুরী


এপ্রিল ২৩, ২০২০
১০:৪৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২০
১০:৫২ অপরাহ্ন



উৎকণ্ঠায় সিলেটের ৭৫ হাজার এইচএসসি পরীক্ষার্থী

ছবি- সংগৃহিত

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সিলেটের ৭৫ হাজার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী। করোনার কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও।

জানা গেছে, গত ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা প্রাদুর্ভাবের কারণে গত ২২ মার্চ তা স্থগিত ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা বলছেন, ‘বর্তমান পরিস্থিতিতে উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। পড়াশোনায়ও মনযোগ দিতে পারছেন না তারা। অচিরে পরিস্থিতি স্বাভাবিক না হলে জীবন থেকে একটি বছর হারানোর শঙ্কা করছেন তারা।

নগরের আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী সানজিদা আলী সিলেট মিররকে বলেন, ‘পরীক্ষার জন্য এক ধরণের মানসিক প্রস্তুতি নেওয়া ছিল। কিন্তু করোনার কারণে এখন সবকিছু উলট-পালট হয়ে গেছে। একে তো পরীক্ষা কবে শুরু হবে তা নিয়ে একধরণের দুশ্চিন্তা কাজ করছে। পরীক্ষা পিছানোর কারণে সময় পাওয়া গেলেও তা কাজে লাগছে না। এই গুমট অবস্থার মাঝে পড়ায় মনযোগ দেওয়া যাচ্ছে না। হুট করে পরীক্ষা শুরু হলে তখন প্রস্তুতি কি থাকবে তা নিয়েও দুশ্চিন্তা হচ্ছে।’

তবে সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পরের দিনই এইচএসসি পরীক্ষা হবে না। হাতে ১০ থেকে ১৫ দিন সময় রেখে নতুন রুটিন তৈরি করা হবে।

সুনামগঞ্জের দিরাই সরকারি কলেজের ছাত্র তানভীর আহমদ বলেন, ‘এইচএসসি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিতে হয়। এখন পরীক্ষা শুরু হতে দেরি হলে প্রস্তুতি ছাড়াই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বসতে হবে। সব মিলিয়ে টেনশনে দিন যাচ্ছে।’

নগরের শাহী ঈদগাহ এলাকার বাসিন্দা শরিফুল হাসানের বড় ছেলে রাব্বি এবারের এইচএসসি পরীক্ষার্থী। দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এ অভিভাবক বললেন, ‘প্রতিদিন দেশে করোনা আক্রান্ত রোগী বাড়ছে। আগামী দুই তিনমাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা সন্দেহ। সেক্ষেত্রে কবে এইচএসসি পরীক্ষা হবে আর কবে ছেলেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি করব বুঝতে পারছি না।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ সিলেট মিররকে বলেন, সিলেট বিভাগে এবার ৭৫ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিবে। পরীক্ষা স্থগিত হওয়াতে শিক্ষার্থীরা আমাদের কাছে জানতে চাচ্ছেন কবে পরীক্ষা হবে? তবে আপাতত পরীক্ষা হওয়ার সম্ভবনা কম। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।

 

এএফ/০৬