সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৩, ২০২০
০৭:৫৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২০
০৭:৫৩ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণাপিং ঘোগা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা গেছে, রাত আড়াইটার দিকে রাণাপিং ঘোগা গ্রামের মারুফ মিয়া পীরের বসত বাড়িতে আগুন লাগে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। পরে সিলেট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই টিনশেডের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এএফ/০২