নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৩, ২০২০
০১:০১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২০
০১:০৬ অপরাহ্ন
সিলেট নগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় তেলবাহী ট্রাকের বেপরোয়া গতির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক যুবক। তাৎক্ষনিকভাবে তার নাম জানতে পারেনি পুলিশ।
এসময় আরও একজন বৃদ্ধ আহত হয়েছেন বলেও জানা গেছে। আহত ব্যক্তির নাম আফাজ উদ্দিন বলে জানা গেছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় শিববাড়ি পয়েন্টের পাঠান পাড়া এলাকার আজমান কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আজমান কমপ্লেক্সের সামনে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন নিহত যুবক ও আহত আফাজ উদ্দিন। হঠাৎ ফেঞ্চুগঞ্জগামী বেপরোয়া গতির তেলবাহী একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে ফেলে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ঐ যুবকের মৃত্যু হয়। আহত অবস্থায় আফাজ উদ্দিন নামের ঐ ব্যক্তিকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার উপ পরিদর্শক শাহিন কবির।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছাই। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মেঘনা কোম্পানীর তেলবাহী গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়া রাস্তা ছেড়ে পাশে হাটার লেন ধরে গাড়ি চলছিল বেপরোয়া গতিতে। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। তার পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া আরও একজন আহত হয়েছেন।
আহত ব্যক্তির মানসিক সমস্যার কথা জানিয়ে তিনি বলেন, আহত ব্যক্তি সম্ভবত মানসিক অসুস্থতায় ভোগছেন। তার গ্রামের বাড়ি কখনও বলছেন ছাতকে কখনও আবার গোলাপগঞ্জে। বেশি কিছু জিজ্ঞাসা করলে সদুত্তর পাওয়া যাচ্ছে না।
আরসি-০১/