সিলেটে পাঞ্জেরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৩, ২০২০
১১:০৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২০
১১:০৬ পূর্বাহ্ন



সিলেটে পাঞ্জেরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

পাঞ্জেরী ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে সিলেটের বিভিন্ন উপজেলার করোনাভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় দুই শতাধিক পরিবারের মধ্যে বুধবার (২২ এপ্রির) বিকেলে ত্রাণ বিতরণ করা হয়।

এর আগে আরও শতাধিক লোকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫ দিনের  প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন পাঞ্জেরী ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আলাউদ্দিন পাশা।

খাদ্যসামগ্রী তুলে দেন পাঞ্জেরী ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আলাউদ্দিন পাশা, সচিব ইব্রাহিম আলী খোকন, দক্ষিণ সুরমা প্রতিনিধি নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি রফিকুল হোসেন, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি কামাল আহমদ ও বিভিন্ন উপজেলার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিএ-০২