সিলেট বিভাগে নতুন আরও ১৩ জন করোনা আক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৩, ২০২০
০৯:২৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২০
১০:১৭ পূর্বাহ্ন



সিলেট বিভাগে নতুন আরও ১৩ জন করোনা আক্রান্ত
নতুন আক্রান্তরা বিভাগের চার জেলার

সিলেট বিভাগে আরও ১৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বিভাগের চার জেলার বাসিন্দা রয়েছেন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জন।

আজ বুধবার (২২ এপ্রিল)  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, বুধবার ওসমানীতে ১৮৮জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা শনাক্ত হয়।

তবে আক্রান্তরা কোন জেলার বা এলাকার বাসিন্দা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‌‘আমরা এখনি তা বলতে পারবো না।’

সিলেট বিভাগে এ নিয়ে মোট ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন। এর আগে হবিগঞ্জে ১৩জন, সিলেটে ৫ জন, মৌলভীবাজারে ১ জন ও সুনামগঞ্জে ২ জন রোগী শনাক্ত হয়েছিলেন। তার মধ্যে সিলেট জেলায় প্রথম শনাক্ত হন ডা. মো. মঈন উদ্দিন। করোনার সঙ্গে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। করোনায় মারা যাওয়া সিলেট জেলার প্রথম এবং দেশে মারা যাওয়া প্রথম চিকিৎসক তিনি।

 

 

এনএইচ/এএফ-২৬