গোলাপগঞ্জে দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৩, ২০২০
০৬:৩৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২০
০৬:৩৮ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি সারাদেশের মতো বিপাকে পড়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষরা। অসহায় অবস্থায় দিনযাপন করছেন তারা। এসব পরিবারের পাশে দাঁড়িয়েছেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী। তারই ধারবাহিকতায় এবার অসহায় দুইশ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি।

আজ বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোল্লাগ্রাম নয়া মসজিদ মালিপাড়ায় দুইশ অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহিম, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তুতি চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহিবুর রহমান মুহিব, উপজেলা যুবলীগ নেতা মো. আব্দুল্লাহ প্রমুখ।

 

এএফ/২১