সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৩, ২০২০
০৫:৪৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২০
০৬:২৬ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতিতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। অসহায় এসব মানুষের সহায়তায় সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নগর অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার উপজেলার দুবাগ ইউনিয়নের সাদিমাপুর বাঙ্গালহুদা গ্রামের কর্মহীন মানুষের মাঝে এই অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাওফিক মাহমুদ চৌধুরী, সহ সভাপতি বাবুল হোসেন চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মাহমুদ আলম সিদ্দিকী, দুবাগ বাজার সেক্রেটারি মাওলানা কমর উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক চৌধুরী (অলি), মামুনুর রশিদ চৌধুরী (মামুন), মো. সাহাদত করিম চৌধুরী ও মো. ফজলুল কাদির চৌধুরী দিনাত।
এএফ/১৯