নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৩, ২০২০
০৫:০৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২০
০৫:০৪ পূর্বাহ্ন
প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেনের সহযোগিতায় সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ৬,৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের ২ শতাধিক কর্মহীন দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মোগলগাও ইউনিয়ন চেয়ারম্যান হিরন মিয়া ও পররাষ্ট্রমন্ত্রীর সহকারি আবুল হোসেন এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরন বলেন, করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেনের সহযোগিতায় আজ আমরা তাদের ঘরে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারছি।
তিনি আরও বলেন, সরকারের পক্ষে একা সবাইকে সাহায্য করা সম্ভব নয়। আমরা সবাই যদি যার যার সামর্থ অনুযায়ী অসহায় ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ায় তাহলে মহামারির এ খাদ্য সংকট থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আমি আশা করবো যারা সমাজে বিত্তবান আছেন, সকলেই সামর্থ অনুযায়ী মানুষকে সহায়তা করবেন। আপনার সকলে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকুন এবং এই ভাইরাস সম্পর্কে মানুষকে যার যার জায়গা থেকে সচেতন করুন।
বিএ-১৬