সুনামগঞ্জে ধান কাটতে শ্রমিক পাঠিয়েছে সিপিবি বিয়ানীবাজার

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৩, ২০২০
০৪:১৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২০
০৪:১৯ পূর্বাহ্ন



সুনামগঞ্জে ধান কাটতে শ্রমিক পাঠিয়েছে সিপিবি বিয়ানীবাজার

করোনা–পরিস্থিতিতে শ্রমিকসংকটে মাঠের পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এমন অবস্থায় সুনামগঞ্জ জেলার গরিব চাষিদের পাশে দাঁড়াতে তাদের মাঠের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজেলা কমিটি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় সুনামগঞ্জ জেলার হাওরে ধান কাটার জন্য একটি দল প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ বুধবার সকাল ১০টায় বিয়ানীবাজার থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

ধান কাটার এই অগ্রগামী দলকে বিদায় জানান পার্টির বিয়ানীবাজার শাখার সভাপতি কমরেড অ্যাডভোকেট আবুল কাসেম, সাধারণ সম্পাদক কমরেড মো. আনিসুর রহমান, সিপিবি নেতা সাংবাদিক হাসান শাহরিয়ার, যুব ইউনিয়ন নেতা কমরেড আব্দুর রহমান, কাউন্সিলর আকছার হোসেন, প্রভাষক বিজিত আচার্য্য, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আবুল, ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদের সভাপতি ফারাজ আবির প্রমুখ।

করোনা–পরিস্থিতিতে এভাবে কৃষকের পাশে দাঁড়ানোয় কমিউনিস্ট পার্টিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

এসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান বলেন, ‘ করোনা পরিস্থিতিতে জাতি এক ধরণের ক্রান্তিকাল পার করছেন। এই পরিস্থিতিতে মাঠের বেশিরভাগ কৃষকের ধান পেকে গেছে। করোনার এই মহাদুর্যোগে লকডাউনের কারণে সুনামগঞ্জের হাওর অঞ্চলে ধান কাটার জন্য অন্য এলাকার শ্রমিক আসতে পারছেন না।তার সাথে সরকার ধান কাটার মেশিন বিনামূল্যে কৃষকদের দিচ্ছে না। একই অবস্থা হাওর এলাকা সুনামগঞ্জের, শ্রমিক নেই। এদিকে তাছাড় আবহাওযা অফিস আগাম বন্যার সতর্কতা জানিয়েছে। প্রতিদিন সিলেটে বৃষ্টি হচ্ছে তাই দ্রুত ধান না কাটতে পারলে সব ফসল বন্যায় তলিয়ে যাবে।  ফলে হাওর অঞ্চলের কৃষক ধান কাটা নিয়ে খুব হতাশার মধ্যে আছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কৃষক শ্রমিক মেহনতি মানুষের পার্টি সুতরাং রাজনৈতিক আদর্শের দায়বদ্ধতা থেকে কমিউনিস্ট পার্টি আজ কৃষকের পাশে দাঁড়িয়েছে।’

এনএইচ-০৩/বিএ-১৫