জাফলংয়ে বন্ধন যুব সংঘের খাদ্যসামগ্রী বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি


এপ্রিল ২৩, ২০২০
০২:১২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২০
০২:১২ পূর্বাহ্ন



জাফলংয়ে বন্ধন যুব সংঘের খাদ্যসামগ্রী বিতরণ

মহামারী করোনাভাইরাস নিয়ে দেশে চলমান সংকটময় পরিস্থিতিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের অন্যতম সামাজিক সংগঠন বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আসন্ন রমজান মাসকে সামনে রেখে আজ বুধবার (২২ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে ১২০টি পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, আলু ও সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের কার্যালয় থেকে গরিব ও অসহায় পরিবারের তালিকা অনুযায়ী প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

এ ব্যাপারে সংগঠনের সহ-সভাপতি জালাল হোসাইন বলেন, অসহায়, হতদরিদ্র ও কর্মহীন গৃহবন্দি মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের কিছুটা সাহায্য করা হয়েছে। অসহায় ও হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করে ১২০টি পরিবারের মাঝে এসবখাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমাদের সংগঠনের এ উদ্যোগ দেখে অসহায়দের সহযোগিতা করতে অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দেশের এ সংকটময় পরিস্থিতিতে সামনে আমাদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের জন্য বড় পরিসরে উদ্যোগ নেওয়া হবে।

 

এমএম/আরআর