করোনা উপসর্গ নিয়ে শামসুদ্দিনে ভর্তি আরও ২ জন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২২, ২০২০
০৯:২২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২২, ২০২০
০৯:৩৬ অপরাহ্ন



করোনা উপসর্গ নিয়ে শামসুদ্দিনে ভর্তি আরও ২ জন

মহামারি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও দুইজন ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে তারা হাসপাতালে ভর্তি হন। 

নতুন ভর্তি হওয়া রোগীদের দুজনই টুকেরবাজার এলাকার বাসিন্দা।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে জানান, মঙ্গলবার রাতে করোনার উপসর্গ নিয়ে আরও দুইজন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে মোট ১৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা ভালো।

 

এএফ/০৯