সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২১, ২০২০
০৯:৪৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২২, ২০২০
১১:০৭ পূর্বাহ্ন
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতেও ঝুঁকি নিয়ে রাস্তায় অবিচর দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের সম্মান জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম জানালা’। `Love & Compassion Project -2020’ শিরোনামে তারা নগরের বিভিন্ন পয়েন্টে দায়িত্বরত পুলিশ ও ট্রাফিক সদস্যদের জন্য মাস্ক উপহার দিয়েছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে নগরের সিলেটের চৌহাট্টা পুলিশ বক্সে এবং ট্রাফিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ৫০০ পিস তুলে দেন জানালার সদস্যরা। সামাজিক দূরত্ব বজায় রেখেই মাস্ক হস্তান্তর করা হয়।
টিম জানালার সভাপতি ইফতি সিদ্দিকী সিলেট মিররকে বলেন, ‘বর্তমান এই দূর্যোগময় সময়ে জীবনের ঝুঁকি জেনেও পুলিশ সদস্যরা আমাদেরকে যে সেবা দিচ্ছেন, তা অবশ্যই সম্মান পাওয়ার দাবীদার। আমাদের সবার উচিৎ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা, ভালোবাসা দিয়ে তাদের কাজের প্রতিদান দেওয়া। তাই টিম জানালার পক্ষ থেকে আমরা ক্ষুদ্র ভালোবাসাস্বরুপ তাঁদেরকে এই মাস্কগুলো দিয়ে সম্মান জানিয়েছি।’
জানালার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ বলেন, ‘পুলিশকে সম্মান জানাতে তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ পুলিশকে সহযোগিতা করলে আমরা বর্তমান এই ক্রান্তিকাল অচিরেই অতিক্রম করতে পারবো।’
টিম জানালা প্রতি বছর বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে সঙ্গে নিয়ে তাদের এই ‘Love & Compassion Project’ সম্পন্ন করে থাকে।