সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২২, ২০২০
১০:৪৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২২, ২০২০
১০:৪৪ পূর্বাহ্ন
মহামারি করোনাভাইরাসের কারণে মানুষ এখন চরম বিপদে। বিশেষ করে সিলেট নগরর শ্রমজীবী ও দরিদ্র মানুষেরা পড়েছেন অসহায়। এই সংকটময় সময়ে সিলেটের এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মনসুর শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্ট বাংলাদেশ।
বর্তমান কঠিন সময়ে ত্রাণ নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন মনসুর শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ আহমদ মনসুর।
সোমবার (২০ এপ্রিল) নগরর ২০ নম্বর ওয়ার্ডের টিলাগড়ের অসহায়, দরিদ্র মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তোলে দেন মনসুর শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ আহমদ মনসুরের পক্ষে সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
আজাদ বর্তমান দুঃসময়ে অসহায়দের সাহায্যে এগিয়ে আসার জন্য মনসুর শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সমাজের সকল বিত্তবান, হৃদয়বান ও বিবেকবান মানুষদেরকে এগিয়ে আসার আহবান জানান।
বিএ-০৩