সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২২, ২০২০
১০:১৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২২, ২০২০
১০:১৪ পূর্বাহ্ন
করোনাভাইরাসের প্রাদুর্ভবে কর্মহীন ঘরে অবস্থান করা অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খ্যাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল করিমের উদ্যোগে এ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার মোল্লাপুর ইউনিয়নে কর্মহীন ১০০ পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দেওয়া হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, আলু, পেয়াজ, ছোলাবুট ও নগদ অর্থ।
এছাড়াও বিভিন্ন দূর্যোগে প্রবাসী আব্দুল করিম হতদরিদ্র পরিবারকে সাহায্য সহযোগীতা করেন। প্রতি বছর রমজান মাসে তিনি নিজ গ্রামে শতাদিক পরিবারকে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করে থাকেন।
বিএ-০১