জৈন্তাপুরে সাংবাদিক সাব্বিরের উপর হামলা

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২২, ২০২০
০৯:০৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২২, ২০২০
০৯:১০ পূর্বাহ্ন



জৈন্তাপুরে সাংবাদিক সাব্বিরের উপর হামলা

সিলেট মিরর এর জৈন্তাপুর প্রতিনিধি রেজওয়ান করিম সাব্বিরের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সোয়া ৫টার দিকে জৈন্তাপুর স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের সঙ্গে থাকা তার সহকর্মী মো. হানিফ বলেন, ‘মাগরিবের নামাজের আগে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক  আবুল হাসিম ও রেজওয়ান করিম সাব্বিরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল হাসিম সাংবাদিক রেজওয়ান করিম সাব্বিরের উপর হামলা চালায়। তখন স্থানীয়রা এগিয়ে এলে তাদেরকে সরিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে সেখান থেকে ফেরার পথে আবুল হাসিম আবার স্টেশন বাজারে এসে দ্বিতীয় দফায় সাংবাদিকের উপর হামরা চালায়। এসময় বাঁশ দিয়ে দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। এতে মাথায় আঘাত লাগায় গুরুতর আহত হন তিনি । গুরুতর আহত রেজওয়ান করিম সাব্বিরের চিকিৎসার জন্য প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

হামলার ঘটনার বিষয়ে যোগাযোগ করা হলে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, ‘হামলার খবর পেয়েছি। থানায় অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।