গোলাপগঞ্জে খাদ্যসামগ্রী দিলেন মঞ্জুর শাফি চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২২, ২০২০
০৬:১৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২২, ২০২০
০৬:১৩ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে খাদ্যসামগ্রী দিলেন মঞ্জুর শাফি চৌধুরী

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিমের ধারাবাহিক খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম চৌধুরী রিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহেল আহমদ, সাবেক ছাত্রনেতা আব্বাস উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ, নাদিম মাহমুদ শিপলু প্রমুখ।

 

এফএম/আরআর