পুলিশি তৎপরতায় গণজমায়েত রোধ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২২, ২০২০
০৩:২৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২২, ২০২০
০৪:৫১ পূর্বাহ্ন



পুলিশি তৎপরতায় গণজমায়েত রোধ
সমবেদনা জানা‌তে মাওলানা হুসাইনের বা‌ড়ি‌তে পু‌লিশ সুপার

 

সিলেটের নয়া সড়ক মাদরাসার মুহাদ্দিছ সদ্য প্রয়াত মাওলানা হোসাইন আহমেদের স্বজনদের সমাবেদনা জানাতে চিকনাগুলস্থ তাঁর বাড়িতে ছুটে গেলেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। করোনাভাইরাসের পরিস্থিতিতে পুলিশ সুপারের অনুরোধে জনসমাগম এড়িয়ে মাওলানা হুসাইন আহমদ এর জানাজা এবং দাফন সম্পন্ন করায় পুলিশ সুপার মৃতের স্বজনদের সান্ত্বনা দিতে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ছুটে যান বলে জানা যায়। এসময় পুলিশ সুপার মরহুম এর স্বজনদের শান্তনা দেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিপুর মাদ্রাসার বড় হুজুর হরিপুর বাজার মাদ্রাসার সাইকুল হাদিস মুফতি মাওলানা মোহাম্মদ ইউসুফ শ্যামপুরী, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ মাহবুবুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: লুৎফর রহমান, কানাইঘাট সার্কেল মোঃ আবদুল করিম, জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক প্রমুখ।

জানা যায়, গতকাল সোমবার (২০ এপ্রিল) মাওলানা হুসাইন আহমেদ দুপুরে সিলেট নগরে মারা যান। তিনি একজন প্রখ্যাত আলেম ছিলেন। তাঁর মৃত্যুর খবরে জৈন্তাপুরসহ আশপাশ এলাকার ধর্মপ্রান হাজার হাজার মানুষ জানাযায় অংশগ্রহনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। পুলিশ এমন তথ্য পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম নিজেই তৎপর হয়ে উঠেন। তিনি জেলা প্রশাসকসহ সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন । পাশাপাশি 

মৃতের ছেলে হাফিজ মাওলানা মাসরুর আহমদসহ স্থানীয় আলেম সমাজের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে স্বল্প সংখ্যক মুসল্লিদের উপস্থিতে জানাযার নামায ও দাফন করতে পুরিশ সুপার অনুরোধ জানান। পুলিশ সুপারের অনুরোধে মৃতের পরিবারসহ স্থানীয় আলেম ওলামাগন জানাযায় অধিক সমাগম ঠেকাতে মাগরিবের নামাজের আগেই মৃতের পরিবারের সদস্য এবং স্থানীয় কিছু মুসল্লিদের উপস্থিতে জানাযার নামাজ পড়ে হরিপুর মাদরাসার কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান  জানান, গণজমায়েত পরিহার করে, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে যানাযার নামাজ আয়োজন করায় এবং মরহুমের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে পুলিশ সুপার মহোদয় মরহুমের বাড়িতে যান।

বিএ-০৬