খাদ্যসামগ্রী ও পিপিই পেল জাফলং নিউজের সম্পাদক পরিষদ

গোয়াইনঘাট প্রতিনিধি


এপ্রিল ২২, ২০২০
০৩:১৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২২, ২০২০
০৩:১৬ পূর্বাহ্ন



খাদ্যসামগ্রী ও পিপিই পেল জাফলং নিউজের সম্পাদক পরিষদ

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে সিলেটের সীমান্ত জনপদ গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাফলং নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকমণ্ডলীর সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করা হয়েছে।

আসন্ন রমজান মাসকে সামনে রেখে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে অনলাইন এ গণমাধ্যমটির সম্পাদক ও প্রকাশক মো. ইমরান হোসেন সুমন তাঁর প্রতিষ্ঠানে কর্মরত সম্পাদকমণ্ডলীর পাঁচজন সদস্যের হাতে উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী ও পিপিই তুলে দেন।

উপহারসামগ্রীর মাঝে রয়েছে চাল ৫০ কেজি, ডাল ২ কেজি, আলু ৫ কেজি, পেঁয়াজ ৫ কেজি, চিনি ২ কেজি, লবণ ২ কেজি, রসুন ১ কেজি, ছোলা ২ কেজি, সয়াবিন ৫ লিটার, গুড়ো দুধ ৫০০ গ্রাম,  চা-পাতা ৫০০ গ্রাম, হুইল সাবান ৬টি, ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম, ট্যাঙ ও টেস্টি স্যালাইন এবং করোনা সংক্রমণ থেকে বাঁচতে ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই)।

এ বিষয়ে জাফলং নিউজ টোয়েন্টিফোর ডটকম'র সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন সুমন বলেন, মফস্বলের সাংবাদিকরা অনেকটাই অবহেলিত। তারা না পায় সরকারি কোনো সুযোগ-সুবিধা, না পায় তাদের প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় বেতন ভাতা। কাজেই আমি মনে করি দেশের এই ক্রান্তিলগ্নে প্রতিটি গণমাধ্যম অন্তত রমজান মাসকে সামনে রেখে তাদের প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের পাশে দাঁড়ানো উচিত।

 

এমএম/আরআর