শামসুদ্দিনে চিকিৎসাধীন ১৭ জন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২১, ২০২০
১১:৩২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২২, ২০২০
১২:০১ পূর্বাহ্ন



শামসুদ্দিনে চিকিৎসাধীন ১৭ জন
ভালো আছেন আক্রান্ত চারজন

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে বর্তমানে ১৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীও রয়েছেন। বাকী ১৩ জন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ গতকাল সোমবার (২০ এপ্রিল) সিলেটের বিভিন্ন এলাকা থেকে ৫ জন রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নতুন ভর্তি হওয়া রোগীদের শরীরের নমুনা পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’ করোনা আক্রান্ত চারজনের শারীরিক অবস্থা ভালো আছে বলেও তিনি জানিয়েছেন।

এনসি-০৩/এনপি-০২/এএফ-০৮