সিলেট ছাড়লেন যুক্তরাজ্যের ১৪৬ নাগরিক

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২১, ২০২০
১১:২৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২২, ২০২০
১২:০২ পূর্বাহ্ন



সিলেট ছাড়লেন যুক্তরাজ্যের ১৪৬ নাগরিক

করোনাভাইরাসের কারণে সিলেটে আটকে পড়া যুক্তরাজ্যের ১৪৬ নাগরিক সিলেট ছেড়েছেন।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১ টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। এর আগে সকাল ৯টায় ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, যুক্তরাজ্যের ১৪৮ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারের একটি ফ্লাইটে তারা যুক্তরাজ্যে ফিরবেন। 

গত শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন একটি ভিডিও বার্তায় বাংলাদেশ থেকে ব্রিটিশ নাগরিক ফিরিয়ে নেয়ার ঘোষণা দেন।

 

এনসি-০২/এনপি-০১/এএফ-০৭