সিলেটে কোয়ারেন্টিনে আরও ২০৫ জন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২১, ২০২০
১০:০২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২০
১০:০২ অপরাহ্ন



সিলেটে কোয়ারেন্টিনে আরও ২০৫ জন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ২০৫ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেটে ১৬ জন, সুনামগঞ্জে ১১৫ জন, হবিগঞ্জে ৫৩ জন ও মৌলভীবাজারে ১৩ জন। সুনামগঞ্জে দুইজন ও হবিগঞ্জের ৬ জনকে রাখা হয়েছে  প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।

সিলেট বিভাগে নতুন করে কোয়ারেন্টিনে থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫৭ জন। এর মধ্যে সুনামগঞ্জে ১৭৮ জন হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ১৬ জন ও সিলেটে ১০৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, সিলেট বিভাগে বর্তমানে মোট ৩ হাজার ৪৫ জন কোয়ারেন্টিনে রয়েছে।

এনসি-০১/এএফ-০৫