কোম্পানীগঞ্জে পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ

কোম্পানীগঞ্জ সংবাদদাতা


এপ্রিল ২১, ২০২০
০৮:৫৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২০
১০:০৫ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ

সিলেট-ভোলাগঞ্জ সড়কে চলাচলকারী জরুরী পণ্যবাহী যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেল ও সন্ধ্যার দিকে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কয়েকটি মাঝারী আকারের ট্রাক সিলেট থেকে কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারে আনলোড করে সিলেটে ফিরে যাওয়ার পথে চাঁদাবাজীর শিকার হয়েছে। 

জানা গেছে, ইসলামপুর নামক স্থানে ওই গ্রামের তারিকুলের নেতৃত্বে কিছু যুবক যানবাহনগুলো আটকে চাঁদা দাবী করে। প্রতি গাড়ি থেকে ৫০০ টাকা করে চাঁদা দাবি করলে প্রথমে চালকেরা চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে শারীরিকভাবে লাঞ্চিত করে তরিকুল বাহিনী। মারপিট থেকে বাঁচতে চালকেরা বাধ্য হয়ে তাদের দাবী অনুযায়ী চাঁদা দিতে বাধ্য হয়। 

কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তরিকুল বাহিনীর প্রধান তরিকুল ইসলাম আমাদের কাছেও চাঁদা দাবী করেছে। দীর্ঘদিন ধরে সে এসব অপকর্মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মৌখিকভাবে অভিযোগ দেওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

তিনি আরও বলেন, সোমবার বিকেলে ও সন্ধ্যার দিকে মালবাহী বেশ কয়েকটি গাড়ি থেকে তরিকুল ও তার বাহিনী চাঁদাবাজি করেছে। আমরা বিষয়টি জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে অবহিত করেছি। জেলা নেতৃবৃন্দ আমাদেরকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছেন। আমরা আজই তরিকুলের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় এজাহার দায়ের করব।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জেনেছেন বলে স্বীকার করেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

এমকে-০১/এএফ-০২