কানাইঘাটে শ্বশুরবাড়িতে এসে জরিমানা দিলেন জামাই

কানাইঘাট প্রতিনিধি


এপ্রিল ২১, ২০২০
০৬:৫৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২০
০৬:৫৫ পূর্বাহ্ন



কানাইঘাটে শ্বশুরবাড়িতে এসে জরিমানা দিলেন জামাই

লকডাউন অমান্য করে সিলেটের কানাইঘাটে শ্বশুরবাড়িতে বেড়াতে আসা আব্দুল কুদ্দুছ নামের এক জামাতার কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। তিনি বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের মন্তাজ আলীর পুত্র। 

জানা যায়, লকডাউন অমান্য করে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে উপজেলার সাতবাঁক ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে অবাধে চলাফেরা করায় তার কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং তাকে ভবানীগঞ্জ গ্রামের শ্বশুরবাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করেন।

 

এমআর/আরআর