ওসমানীনগরে ৯ জনের রক্তের নমুনা সংগ্রহ

ওসমানীনগর প্রতিনিধি


এপ্রিল ২১, ২০২০
০৬:১৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২০
০৬:১৬ পূর্বাহ্ন



ওসমানীনগরে ৯ জনের রক্তের নমুনা সংগ্রহ

নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সিলেটের ওসমানীনগরে আসা প্রায় অর্ধশত মানুষের মধ্যে আজ সোমবার (২০ এপ্রিল) দুই বোনসহ ৬ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এর আগে গতকাল রবিবার ৩ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার তাজপুর কদমতলায় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়।

নমুনা প্রদানকারী ৬ জনের মধ্যে আছেন ঢাকাফেরত ২ বোন ও নারায়ণগঞ্জফেরত ৪ জন পুরুষ। নমুনা প্রদানকারী সবাই উপজেলার সাদীপুর ইউনিয়নের বসিন্দা। এর মধ্যে ৪ জন পুরুষের বাড়ি একই গ্রামে।

তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. টুকুন কুমার কর্মকার বলেন, সোমবার ৬ জনসহ মোট ৯ জনের রক্তের নমুনা সংগ্রহ করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিসে প্রেরণ করা হয়েছে। এর আগে যে ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল তাদের পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

 

ইউডি/আরআর