সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২১, ২০২০
০৫:৩৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২১, ২০২০
০৫:৫৩ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণের জন্য সিলেটসহ দেশের ৬৪ জেলায় ৬৪ সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এরই মাঝে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এ নির্দেশনা সংশ্লিষ্ট সচিবদের কাছে পাঠানো হয়েছে।
সিলেট বিভাগের চার জেলার জন্য যে চারজন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন, সিলেট জেলায় বন্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, সুনামগঞ্জ জেলায় সমাজক্যল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী, মৌলভীবাজার জেলায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান এবং হবিগঞ্জ জেলায় পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. জাকির হোসেন আকন্দ।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে করোনাকালীন সময়ে সার্বিক বিষয়ে সমন্বয় করবেন।
দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তারা সমন্বয়ের কাজে স্ব স্ব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সম্পৃক্ত করতে পারবেন। করোনা পরিস্থিতি মোকাবিলায় তারা স্বাস্ব্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধায়ন ও পরিবীক্ষণ করবেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন। সমন্বয়ের মাধ্যমে প্রাপ্ত সমস্যা ও চ্যালেঞ্জ বা অন্যান্য বিষয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে লিখিতভাবে জানাবেন।
এএন/বিএ-২২