করোনা প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি বাসদের

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২১, ২০২০
০৪:৩৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২০
০৪:৩৮ পূর্বাহ্ন



করোনা প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি বাসদের

করোনা প্রতিরোধে রাজনৈতিক দল ও সামাজিক শক্তির সমন্বয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবিতে প্রতীকী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখা।

আজ সোমবার (২০ মার্চ) দুপুর ১টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব মেনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তারা, শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাদ্য ও আর্থিক সহযোগিতা প্রদান, ত্রান নিয়ে দুর্নীতি,লুটপাট,দলীয়করন বন্ধ, ডাক্তার, নার্স, স্বাস্হ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়।  

মানববন্ধনে বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মামুন বেপারি, মাহবুব হাওলদার, ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, সারাদেশে করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে। সময় মতো যথাযথ পদ্ক্ষেপ নিলে তা রোধ করা যেত। বক্তারা এখনই করোনা প্রতিরোধে  সকল রাজনৈতিক দল ও সামাজিক শক্তির সমন্বয়ে সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

বক্তারা সিলেট নগর ও গ্রাম পর্যায়ে ঘরবন্ধি শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাদ্য ও আর্থিক সহযোগিতা প্রদান, ত্রান নিয়ে দুর্নীতি, লুটপাট, দলীয়করন বন্ধের আহ্বান জানান।

বক্তারা সিলেটে কর্মরত সকল ডাক্তার, নার্স, স্বাস্হ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা, করোনা রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা ও ব্যাপকভাবে করোনা পরীক্ষার আহ্বান জানান।

বিএ-২০