জকিগঞ্জে কল দিলেই খাবার দিচ্ছে সোনার বাংলা সমিতি

জকিগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২১, ২০২০
০৩:০৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২০
০৩:০৯ পূর্বাহ্ন



জকিগঞ্জে কল দিলেই খাবার দিচ্ছে সোনার বাংলা সমিতি

করোনাভাইরাস সংক্রমণ রোধে সিলেটের জকিগঞ্জে গৃহবন্দি সাধারণ মানুষ। এ অবস্থায় নিত্যপণ্যের প্রয়োজন মেটানোর জন্য যাতে কাউকে ঘরের বাইরে যেতে না হয়, সেজন্য জকিগঞ্জের সোনার বাংলা বহুমূখী সমবায় সমিতি খুলেছে হটলাইন।

করোনাভাইরাস মোকাবেলায় প্রশাসনের কড়াকড়ি শুরুর পর থেকেই লোকজন ঘরের বাইরে বের হতে পারছেন না। শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। খাবার সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় এরই মধ্যে সোনার বাংলা বহুমূখী সমবায় সমিতি জরুরি হটলাইন খুলে অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

এ উদ্যোগের পর থেকে অসহায় মানুষ প্রতিদিন সমিতির হটলাইনে কল দিয়ে বাড়িতে বসেই পাচ্ছেন খাদ্যসামগ্রী। এছাড়া আনুষ্ঠানিকভাবে কয়েকবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত হাজারও মানুষকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

এরপরও থেমে নেই হটলাইনের সহায়তা। ঘরে বসে কেউ খাবার সংকটের কথা হটলাইনে জানালেই সমিতির টিম প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে যোগাযোগকারীর দরজায় কড়া নাড়ছে। অসহায় মানুষ হাসিমুখে সেই খাদ্যসামগ্রী নিচ্ছেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পৌর এলাকা ও আশপাশের ইউনিয়নের গ্রামগুলোর সাধারণ মানুষদের মধ্যে এই সহায়তা দেওয়া হচ্ছে জানিয়ে সমিতির সভাপতি জাফরুল ইসলাম বলেন, অপ্রয়োজনে যাতে কেউ বাইয়ে বের না হয়, সেজন্য আমরা খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। অসহায় মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে সার্বক্ষণিক ১০ জন লোক ৫টি মোটরসাইকেল নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়াও কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার জন্য সমিতির পক্ষ থেকে একটি এ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেটকার প্রস্তুত রাখা হয়েছে। খাবারের সংকটে থাকা লোকজনের ঘরে খাবার পৌঁছে দিতে একটি মিনি ট্রাক নিয়ে সমিতির কর্মীরা গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন।

তিনি বলেন, দেশের এই অবস্থা যতদিন বিরাজমান থাকবে, সোনার বাংলা বহুমূখী সমিতির উদ্যোগে এই জরুরি সেবা ততদিন চলবে।

 

ওএফ/আরআর