নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২১, ২০২০
০১:০৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২১, ২০২০
০৩:১০ পূর্বাহ্ন
সিলেট নগরের কিনব্রিজের নিচে সুরমা নদী থেকে তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল সিলেট মিররকে জানান, ওই তরুণ কিনব্রিজে রিকশা ঠেলতন। সেতুতেই ঘুমাতেন। রাতে ব্রিজ থেকে নদীতে পড়ে তাঁর মৃত্যু হতে পারে বলে তিনি ধারণা করছেন। ওই তরুণের নাম আবুল হোসেন ওরফে কালু (৩২)। তবে তাঁর ঠিকানা এখনও জানতে পারেনি পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খায়রুল ফজল।
এনপি/বিএ-১২