নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২০
১১:৪৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২১, ২০২০
১২:২৮ পূর্বাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে চলছে করোনাভাইরাস পরীক্ষা। গতকাল রবিবার সেখানে মোট ২৭ জন ব্যক্তির শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬ জনের ফলাফল নেগেটিভ আসে। বাকি একজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। ওই ব্যক্তির বাড়ি শহরতলীর খাদিমনগর টিকরপাড়া গ্রামে। তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ওসমানীর পরীক্ষাগারে এখন পর্যন্ত ৮৫৫ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এনসি-০৩/এএফ-০৯