ক্ষুদে বার্তা পেয়ে ওরস আয়োজন বন্ধ করল পুলিশ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২০, ২০২০
১১:৩২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২০
১২:০৪ পূর্বাহ্ন



ক্ষুদে বার্তা পেয়ে ওরস আয়োজন বন্ধ করল পুলিশ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেটে চলছে লকডাউন। এ অবস্থায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনে শহরতলীর বিমানবন্দর থানাধীন ডলিয়া টিলাগাঁও গ্রামে গাজীর মোকাম নামের একটি মাজারে ওরশ আয়োজনের প্রস্তুতি চলছিল। একজন সচেতন নাগরিকের পাঠানো ক্ষুদে বার্তায় বিষয়টি জানতে পেরে ওরস আয়োজন বন্ধ করে দিয়েছে পুলিশ।

জানা গেছে, ওরস আয়োজনের জন্য সংশ্লিষ্টরা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে শিরণীর আয়োজন করেন। ওরশ উপলক্ষে ব্যাপক লোক সমাগমের শঙ্কাও দেখা দেয়। এ অবস্থায় স্থানীয় এক সচেতন নাগরিক ক্ষুদে বার্তায় বিষয়টি জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসাকে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা সিলেট মিররকে বলেন, ‘যেখানে প্রয়োজনীয় কাজে বাইরে বের হলে সামাজিক দুরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে সেখানে কিছু লোক ডলিয়া টিলাগাঁও গ্রামে গাজীর মোকাম নামের একটি মাজারে ওরস আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে আয়োজন বন্ধ করে দিয়েছে।’

 

এএফ/০৮