সিলেটে কোয়ারেন্টিনে আরও ৩৮৮ জন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২০, ২০২০
০৯:৩৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২০, ২০২০
০৯:৩৭ অপরাহ্ন



সিলেটে কোয়ারেন্টিনে আরও ৩৮৮ জন

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৩৮৮ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেটে ১৩ জন, সুনামগঞ্জে ৩০৯ জন, হবিগঞ্জে ২১ জন ও মৌলভীবাজারে ২৩ জন। সুনামগঞ্জে একজন ও হবিগঞ্জের ২১ জনকে রাখা হয়েছে  প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।

সিলেট বিভাগে নতুন করে কোয়ারেন্টিনে থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭২ জন। এর মধ্যে সুনামগঞ্জে ৬৪ জন হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ১০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, সিলেট বিভাগে বর্তমানে মোট ৩ হাজার ৬০ জন কোয়ারেন্টিনে রয়েছে।

 

এনসি-০২/এএফ-০৩