সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২০, ২০২০
০৮:০৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২০, ২০২০
০৮:০৯ পূর্বাহ্ন
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচরসহ বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিভিন্ন পাড়া মহল্লা ও এলাকায় দিনব্যাপী দরিদ্র কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, শুকনো খাবার ও বিস্কুট বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ করেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফটো সাংবাদিক আব্দুল খালিক।
খাদ্য সামগ্রী বিতরণ কালে বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক সদস্য অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, গণদাবী পরিষদ কেন্দ্রীয় সদস্য, জেলা যুবলীগের সাবেক সদস্য জাহেদ হাসান, গণদাবী'র কেন্দ্রীয় সদস্য দাউদপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মালেকা বেগম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মহামারি করোন ভাইরাসের দুর্যোগময় সময় গণদাবী পরিষদের পক্ষে দুস্থ অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ও সচেতনতামূলক প্রচার এবং জীবণুনাশক ঔষধ ছিটানো একটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বক্তারা দরিদ্র মানুষের কল্যানে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান।
বিএ-১৯