সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২০, ২০২০
০৬:৪২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২০, ২০২০
০৬:৫০ পূর্বাহ্ন
সিলেট নগরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক পুলিশ সদস্যসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় নগরের বন্দরবাজারের আলী হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম (৪৯), নগরের চৌখিদেখী এলাকার আকিদা আক্তার পারভীন (২৩) এবং দক্ষিণ সুরমার লাউয়াইয়ের রেজওয়ানের কলোনীর নাসরিন আক্তার (২২)। জাহাঙ্গীর আলম খুলনা শিল্প পুলিশের বরখাস্ত হওয়া সদস্য বলে জানা গেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, স্থানীয় বাজার কমিটি এই তিনজনকে আটক করে আমার কাছে হস্তান্তর করেছে । তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।