সিলেটে নাটকীয় কায়দায় মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২০, ২০২০
০৬:২১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২০, ২০২০
০৬:২১ পূর্বাহ্ন



সিলেটে নাটকীয় কায়দায় মোবাইল ছিনতাই

করোনা পরিস্থিতির মধ্যেও চলছে অভিনব কায়দায় ছিনতাই। এবার ছিনতাইয়ের শিকার হয়েছেন চৈতন্য প্রকাশনীর প্রকাশক জাহিদুল হক চৌধুরী রাজীব। আজ রবিবার (১৯ এপ্রিল) বেলা তিনটার দিকে নগরের ধোপাদিঘীরপাড় এলাকায় নাটকীয় কায়দায় তার মোবাইল নিয়ে যায় ছিনতাইকারীরা।

নাটকীয় ছিনতাইয়ের বর্ণনা সিলেট মিররের কাছে দিয়েছেন ভুক্তভোগী জাহিদুল হক চৌধুরী। তাঁর বর্ণনায়, ‘আমি বেলা তিনটার দিকে নগরের বারুতখানা এলাকায় স্বপ্নতে বাজার করে বের হয়েছি। এসময় রাস্তার পাশে মোটরসাইকেলে বসা এক যুবক আমাকে বললেন তার মোবাইল হারিয়ে ফেলেছেন। এরপর আমাকে তার নম্বরে একটা কল দিতে বলেন। তার কথা অনুযায়ী বাংলালিংকের একটি নম্বরে কল দিলে অপরপ্রান্তের ব্যক্তি জানান তিনি একটি মোবাইল পেয়েছেন। এরপর মোবাইলের মডেলসহ আনুষাঙ্গিক বিষয়ে জানতে চান। তখন ওই যুবক আমার মোবাইল থেকে তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানান। এরপর অপরপ্রাপ্ত থেকে জানানো হয় তিনি মোবাইল নিয়ে নগরের জেলরোড এলাকায় হোটেল অনুরাগের কাছাকাছি আছেন। তখন ওই যুবক আমাকে অনুরোদ করেন তার সঙ্গে ওই জায়গায় যাওয়ার জন্য। আমি তার অসহায়ত্বের কথা বিবেচনা করে সেখানে যাই। এরপর আবারও ওই লোককে ফোন করলে তিনি আসছেন বললেও অনেক্ষণ অতিবাহিত হলেও আসেননি। ২০ মিনিটের মতো অপেক্ষা করে আবারও কল দিলে তিনি বলেন, তিনি কাছাকাছি একটি মসজিদের পাশে আছেন। তখন ওই যুবক আমার মোবাইল হাতে নিয়ে তার কাছ থেকে লোকেশন জানাতে থাকেন। এসময় তিনি আস্তে আস্তে মোটরসাইকেল নিয়ে জেল রোডের দিকে এগুতে থাকেন। আমিও বাজারের ব্যাগ হাতে তার পাশাপাশি হাঁটতে থাকি। কিছুদূর এগিয়ে তিনি হঠাৎ করে মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যান।’

এ ঘটনায় আজ বিকেল ৫টায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় একটি জিডি (জিডি নং ৭৮৯) করেছেন বলে জানিয়েছেন প্রকাশক রাজিব চৌধুরী। তিনি সিলেট মিররকে বলেন, ‘উপকার করতে গিয়ে আমি ক্ষতিগ্রস্থ হয়েছি। কিন্তু আর যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্থ না হন সেজন্য সবার বিষয়টি জানা দরকার। যাতে সবাই সচেতন হতে পারেন। 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসার দৃষ্টি আকর্ষণ করলে তিনি সিলেট মিররকে বলেন, ‘কিছুদিন আগে একই কায়দায় সিলেটে আরও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরবর্তীতে অভিযান চালিয়ে ছিনতাইকারীকে আটকও করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওত্তায় নিয়ে আসা হবে।’ এসময় তিনি নগরবাসীকে সর্তক থাকারও আহ্বান জানান।

 

এনএইচ/এএফ-১০