সবাই এগিয়ে আসলে খাদ্য সংকট থাকবে না

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২০, ২০২০
০৫:৪৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২০, ২০২০
০৫:৪৬ পূর্বাহ্ন



সবাই এগিয়ে আসলে খাদ্য সংকট থাকবে না
গোয়াইনঘাটে ত্রাণ বিতরণে নাসির উদ্দিন খান

 

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, বর্তমানে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা চাই এসময় দেশের সর্বস্তরের মানুষ যেন এগিয়ে আসেন। কর্মহীন মানুষদেরকে সরকারীভাবে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। তেমনি দলের সকল বিত্তশালীরা যেন এগিয়ে আসেন।  সামাজের সবাই এগিয়ে আসলে খাদ্য সংকট থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যাতে দেশে কেউ না খেয়ে থাকে। 

তিনি রবিবার (১৯ মার্চ) গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ গোলাপ মিয়ার উদ্যোগে নন্দির গাও ইউনিয়নের প্রায় সাড়ে সাত শত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতা মজির উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইসমাঈল আলী মাস্টার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, শ্রম বিষয়ক সম্পাদক জৈন উদ্দিন, সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহঅর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা সোহান দে।

বিএ-১৬