নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২০
০৫:১৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২০, ২০২০
০৭:৪৫ পূর্বাহ্ন
লকডাউন অমান্য করে যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেটে ট্রেন আসার ঘটনায় সিলেট স্টেশনের এক নিরাপত্তাকর্মীকে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) দু’টি বগিসম্পন্ন একটি ট্রেন বিকেল সাড়ে ৫টায় সিলেট রেল স্টেশনে যায়। খবর পেয়ে শনিবার রাতেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া রেলওয়ে স্টেশনে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে রেলওয়ের ২৩ কর্মকর্তা ও ৩১ জন যাত্রী ওই ট্রেন থেকে নেমেছেন বলে নিশ্চিত হন। অাজ রবিবার সকালে এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোফাজ্জল হোসেন বলেন, গতকাল যে ট্রেন সিলেট গিয়েছিল ওই ট্রেনে করে রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী ও স্টাফদের বেতন বহন করা হচ্ছিল। ট্রেনে থাকা টাকার নিরাপত্তা দিতে কিছু নিরাপত্তা কর্মী নেয়া হয়। এই ঘটনায় ইতোমধ্যে সিলেট স্টেশনের এক নিরাপত্তাকর্মীকে প্রত্যাহার করা হয়েছে। তবে তিনি ওই নিরাপত্তা কর্মীর নাম বলতে অপারগতা প্রকাশ করেন।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান সিলেট মিররকে জানান, একজন নিরাপত্তাকর্মীকে প্রত্যাহার করা হয়েছে বলে শুনেছি তবে এখনো বিস্তারিত জানি না।
এনসি-০৬/বিএ-১৪