নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৯, ২০২০
১০:২৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৯, ২০২০
১০:২৮ অপরাহ্ন
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২৪১ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬ জন, সুনামগঞ্জে ৬৪ জন, হবিগঞ্জে ৫৯ জন ও মৌলভীবাজারে ১১ জন। সুনামগঞ্জে একজনকে রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসাধীন আছেন আরও ১৩ জন।
একই সময়ে সিলেট বিভাগে নতুন করে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯২ জন। তাদের মধ্যে সিলেটে ৯ জন, সুনামগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারে ১৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, সিলেট বিভাগে বর্তমানে মোট ২ হাজার ৮৬৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এদিকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ১০ জন ও করোনা আক্রান্ত তিনজন চিকিৎসা নিচ্ছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সবশেষ গতকাল শনিবার সিলেটের বিশ্বনাথ উপজেলার ছায়েদ আলী (৬৮) নামে এক ব্যক্তি বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে জানান, হাসপাতালে চিকিৎসা নেওয়া সবার শারীরিক অবস্থা ভালো।
এনসি-৩/এএফ-০৫